মাদারীপুরে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের হামলায় নিহত ১

মাদারীপুর সদরে কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ। এমন পরিস্থিতিতে এক শিক্ষার্থী পানিতে ডুবে নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে মিছিল করলে ডিসি ব্রিজ এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করে। আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে।

এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে আন্দোলনরত অনেক শিক্ষার্থী প্রাণভয়ে পাশের একটি লেকে ঝাঁপ দেন। পরে অনেকে উঠেও আসেন।

একজন ছাত্র নিখোঁজ এমন খবর পেয়ে ফায়ার সার্ভিস লেকে ডুবুরি দিয়ে অভিযান চালায়। পরে তারা দীপ্ত দে নামে ২১ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

ওই শিক্ষার্থী মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গিয়েছে।

এদিকে সংঘাতের কারণে মাদারীপুর, শরিয়তপুর, চাঁদপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।