ক্যান্টনমেন্ট থেকে এপিসি যাচ্ছে ঢাকায়

ছবি: ফেসবুক

ঢাকা ক্যান্টমেন্ট থেকে ১৫টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) গাড়ি মিরপুর এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে এপিসিগুলো ক্যান্টমেন্ট থেকে বের হয়ে মিরপুরের দিকে যেতে থাকে। মিরপুর এলাকা এখন আন্দোলনরত ছাত্র-জনতার দখলে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী গুলি ও হামলা করেও তাদের থামাতে পারেনি।

পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের হামলার আজ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এপিসি হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্রসজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে পৌঁছে দিতে ও নিয়ে আসতে ব্যবহৃত হয়। সাধারণত এপিসিতে অস্ত্র হিসেবে মূলত মেশিন গান ব্যবহার করা হয়। তবে আরো বিভিন্ন রকমের ভারী অস্ত্রের ব্যবহারও দেখা যায়।