ফেসবুক স্ট্যাটাসে ছেলে হারানোর বিচার চাইলেন ফারহানের মা

বৃহস্পতিবার কোটা সংস্কার দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশের হামলায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ নিহত হয়েছেন।

এ ঘটনায় ফেসবুকে ছেলের ছবি পোস্ট করে ফারহানের মা নাজিয়া খান হত্যার বিচার দাবি করেছেন।

ইংরেজিতে ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিস ইজ মাই ফারহান ফাইয়াজ। হি ইজ ডেড নাউ। আই ওয়ান্ট জাস্টিস।’

এর আগে, ঢাকার সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি ফারহানের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় কয়েকজন নিহত এবং অসংখ্য আহত হওয়ার ঘটনার জেরে বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন রাজপথ দখলে নিয়ে নেয় জনতা ও শিক্ষার্থীরা। তাদের ওপর হামলা শুরু করে পুলিশ। শুধু আজই এখন পর্যন্ত অন্তত দশজনের নিহতের খবর পাওয়া গেছে।