স্বাধীনতা ফেরত চাই

কলকাতার চিত্রশিল্পী কৌশিক সরকার এঁকেছেন শহীদ আবু সাঈদকে

রায় ধুয়ে পানি খাব? 

রায়ের ধার ধারি না। ধরেন, কোটা বাদ। তো? আমার সন্তানের খুনী ক্ষমতায় থেকে যাবে? তার ছেনালি হাসি দেখে প্রতি রাতে ঘুমাতে যাব আমি? 

কী হবে যদি রাজপথ না ছাড়ি? আরও বহু রজনী আকাশের নিচে কাটিয়ে দেই? গলা ফাটিয়ে শ্লোগান ধরি? 

আদালত ফাঁসি দিবে? আর্মি-পুলিশ-বিজিবি মেরে ফেলবে? আমলারা শাসাবে? শুওরের বাচ্চারা ছুরি ঠেকাবে বুকে? আমার সব অধিকার খেয়ে ফেলা অসুরি আমাকেই রাজাকার বলে গালি দিবে?

তবে তাই হোক। খোদার কসম, আমি কালো কাপড়ওয়ালীর পতন চাই। আমি গণতন্ত্র চাই। ন্যায়বিচার চাই। ভয় ছাড়া বেঁচে থাকতে চাই।

আমি স্বাধীনতা ফেরত চাই।

আবু সায়েম 
লন্ডন, ২০শে জুলাই ২০২৪