বিবিসি ও আল জাজিরার সম্প্রচার  বন্ধ বাংলাদেশে

বিবিসি ও আল জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়ে সরকার। দেশের কোথাও এই দুটি চ্যানেল দেখা যাচ্ছে না। ১৯ জুলাই সরকার সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। ওইদিন কয়েকটি বাংলাদেশী টিভি চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছিল বিক্ষোভের সংবাদ প্রচার করায়।

১৯ জুলাইয়ের পর থেকে বাংলাদেশ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে। আল জাজিরা ও বিবিসিসহ বিদেশী চ্যানেলগুলোতে বাংলাদেশের সংবাদ প্রচারিত হচ্ছিল। চ্যানেল দুটি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের সংবাদ এক রকম বন্ধই হয়ে আছে সারা বিশ্বের কাছে। 

আন্তর্জাতিক গণমাধ্যম বন্ধের পাশাপাশি দেশীয় গণমাধ্যমও নিয়ন্ত্রন করছে সরকার। সরকার সমর্থক গণমাধ্যম বাদে অন্যদের কঠোরভারে নজরদারীতে রাখছে গোয়েন্দা সংস্থাগুলো।