নাঈমুল ইসলাম খানের তিন পত্রিকা বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের তিনটি  দৈনিক পত্রিকা। তিনি শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে মাত্র এক মাস অতিবাহিত করতে পেরেছিলেন। তীব্র ছাত্র আন্দোলনের কারণে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যান। তখন থেকেই তার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান আত্মগোপনে চলে যান।

এমন পরিস্থিতিতে শুক্রবার (৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া ঘোষণা দিয়ে ভোরের আকাশ পত্রিকা বন্ধ হলেও ডিআরইউ ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এই পত্রিকার সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ার পর পত্রিকাটা আবার চালু হয়েছে।

শেখ হাসিনার দেশত্যাগের পর ঢাকায় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের গাড়ি ও ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা।