বন্যার্তদের উদ্ধার, ত্রাণ পৌঁছে দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

বন্যার্তদের উদ্ধার, ত্রাণ পৌঁছে দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বন্যার কারণে পানিবন্দি মানুষদের উদ্ধার, ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৩ আগস্ট) দিনভর ফেনীতে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

এছাড়াও ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত টিমের সদস্যরা বন্যকবলিত এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ সদস্যের (সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক) একটি কেন্দ্রীয় টিম ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলায় কাজ শুরু করেছে।

একইসাথে কেন্দ্রীয় সংসদের পাঁচ সদস্যের চারটি টিম বন্যা দুর্গত জেলাগুলোতে কাজ শুরু করেছে। এছাড়া গতকাল থেকে বিভিন্ন জেলা শাখার সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবকে জেলাভিত্তিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।

টিমগুলোকে বর্ধিত করে ৫ সদস্যের টিম গঠন করা হয়েছে। বন্যাদুর্গত জেলাগুলোতে সেসব জেলার সুপার ফাইভের নেতৃবৃন্দ একটি টিম হিসেবে কাজ করছে।

কেন্দ্রীয় সংসদের পাঁচটিসহ জেলা নেতৃবৃন্দের সমন্বয়ে ১৫টি অর্থাৎ, জাতীয়তাবাদী ছাত্রদলের ২০টি টিম শুক্রবার সকাল থেকে বন্যাদুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে সার্বক্ষণিক কাজ করছে।