শায়খ আহমাদুল্লাহ ও আজহারী দ. কোরিয়ায়
ইসলামিক কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন বাংলাদেশের দুই তারকা ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ ও মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দ. কোরিয়ায় পৌঁছলে তাদের ফুল দিয়ে বরণ করে নেন কনফারেন্স আয়োজক কমিটির সদস্যরা।
দেশটির পুচ্ছন সিটির দেজিন ইউনিভার্সিটি স্টেডিয়ামে আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) দাওয়ামূলক এই কনফারেন্স শুরু হবে। বাদ জোহর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠান চলবে। এতে শায়খ আহমাদুল্লাহ ও মিজানুর রহমান আজহারীর আলোচনা করার কথা রয়েছে।
দেশটির সংউরি মসজিদের পক্ষ থেকে আয়োজিত ২য় ইসলামিক কনফারেন্স এটি। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংউরি মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহাম্মদ ওমর ফারুক এবং মসজিদ সেক্রেটারি সৈয়দ তমাল। মসজিদটির সভাপতি এম জামাল সজল কনফারেন্সে সভাপতিত্ব করবেন।