তৌহিদ-জয়শঙ্কর বৈঠকে সম্পর্ক এগিয়ে নিতে একমত
বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান, যার ফলে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটে। এ প্রেক্ষাপটে, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন দেখা দেয়। তবে, এই প্রথম দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হলো, যা সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।