বাংলাদেশের চুরি হওয়া অর্থ উদ্ধারে দুদককে সহায়তা করবে ইইউ

ইউরোপে বাংলাদেশের চুরি যাওয়া সম্পদ ও অর্থ উদ্ধারে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তা করার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে দুদকের সঙ্গে এক বৈঠকে ইইউ প্রতিনিধিরা এ আশ্বাস দেন বলে ইউএনবিকে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মাইকেল ক্রেজা, ইনক্লুসিভ গভর্নেন্সের প্রোগ্রাম ম্যানেজার পাবলো প্যাডিন পেরেজ, নাদের তানজা ও কিশোওয়ার আমিন।

বৈঠকে প্রতিনিধি দলকে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

আকতারুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে বাংলাদেশকে ইইউ'র সহায়তা, বিশেষ করে অর্থ পাচার প্রতিরোধ ও চুরি যাওয়া সম্পদ উদ্ধারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সহযোগিতার লক্ষ্য দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসনের উন্নতিতে বাংলাদেশের প্রচেষ্টা জোরদার করা। এটি আর্থিক অসদাচরণের বিরুদ্ধে চলমান লড়াইয়ে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত।