অভিবাসনপ্রত্যাশীদের প্রথমবারের মতো আলবেনিয়া পাঠাচ্ছে ইতালি
ইতালি থেকে প্রথমবারের মতো অভিবাসনপ্রত্যাশীদের একটি দলকে নৌবাহিনীর জাহাজে করে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে। বিষয়টি জানাশোনা আছে, এমন একটি সূত্র আজ সোমবার এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের বিদেশে পাঠিয়ে দেওয়ার বিতর্কিত পরিকল্পনা কাগজে–কলমে শুরু করল রোম।
অভিবাসনপ্রত্যাশীদের জন্য আলবেনিয়ায় দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। সূত্র জানিয়েছে, এরই মধ্যে ভূমধ্যসাগরে ইতালির লামপেদুসা দ্বীপের কাছে থেকে ওই অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ছেড়ে গেছে একটি জাহাজ। সম্প্রতি তাঁদের সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তবে প্রথম চালানে কতজনকে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে, তা জানাননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, আলবেনিয়ার উদ্দেশে রওনা দেওয়া ওই অভিবাসনপ্রত্যাশীরা সবাই পুরুষ। এই অভিবাসনপ্রত্যাশীদের নিজ দেশে ‘নিরাপদ’ বলে মনে করা হয়, এমন ২১টি দেশের তালিকা থেকে তাঁদের বেছে নেওয়া হয়েছে। ইতালির করা এই নিরাপদ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, মিসর, আইভরি কোস্ট ও তিউনিসিয়া। গত বছর শুধু এই চার দেশ থেকে ৫৬ হাজার ৫৮৮ অভিবাসনপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন।
অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আলবেনিয়া সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে ইতালি। ওই চুক্তির শর্ত অনুযায়ী ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন যাচাই–বাছাইয়ের প্রক্রিয়া চলার সময়টাতে তাদের আলবেনিয়ায় রাখা হবে। প্রতিবছর ‘নিরাপদ’ দেশ থেকে আসা সর্বোচ্চ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশীকে দেশটিতে পাঠানো যাবে।