রেললাইনে নারীর আত্মহত্যার চেষ্টা, হার্ড ব্রেকে ইঞ্জিন বিকল

রেললাইনে নারীর আত্মহত্যার চেষ্টা, হার্ড ব্রেকে ইঞ্জিন বিকল

নরসিংদীতে রেললাইনে আত্মহত্যার চেষ্টার সময় এক নারীকে বাঁচাতে গিয়ে ট্রেন হার্ড ব্রেক করার সময় ইঞ্জিন বিকল হয়ে যাওযার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে নরসিংদী রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। 

আত্মহত্যার চেষ্টা করা ওই নারী (৭০) পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, বিকেলে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলস্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনের এক নম্বর রেললাইনে এক নারীকে শুয়ে থাকতে দেখে ট্রেনটি হার্ড ব্রেক করেন চালক। স্টেশনে স্টপিজ থাকায় যদিও গতিবেগ তুলনামূলক কম ছিল, তবুও হার্ড ব্রেকের পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল্লাহ বলেন, পারিবারিক কলহে ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানতে পেরেছি। পরে তার পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে৷ এছাড়া বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধার করে ট্রেনটি ঢাকায় নেয়ার চেষ্টা চলছে৷ স্টেশনের ভেতরের প্লাটফর্মের পাশে ট্রেন থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷