ব্যাংকে টাকা না পেয়ে গ্রাহকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বেসরকারি ন্যাশনাল ব্যাংকের মুন্সিগঞ্জের গজারিয়া শাখায় টাকা না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।
সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনে অবস্থান নিয়ে অন্তত শতাধিক গ্রাহক বিক্ষোভ করেছেন।
এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
পরে খবর পেয়ে বিকেল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ঊর্ধ্বতনরা ওই ব্যাংকের গ্রাহকদের বুঝিয়ে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।
ন্যাশনাল ব্যাংক গজারিয়া শাখার সহকারী ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, সকল প্রশ্নের উত্তর শাখা ম্যানেজার বলতে পারবে। তিনি এখন ব্যাংকের প্রধান কার্যালয়ে আছেন। গ্রাহক হয়রানির ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে আমরা গিয়ে গ্রাহকদের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেছি।