কুন্ডুবাড়ির মেলা বন্ধের খবরটি গুজব
মাদারীপুরের কালকিনির ২৫০ বছরের প্রাচীন মেলা বন্ধ হওয়ার খবরটি সঠিক নয়, গুজব। মেলা প্রাঙ্গণের ইজারাদারকে বাতিল করা হচ্ছে, তবে মেলা বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার দাশ।
তিনি জানান, কালীপুজা উপলক্ষ্যে প্রাচীন এ মেলটি বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হবে। তবে মেলার ইজারাদার নিয়ে একটি পক্ষের আপত্তি থাকায় তাকে বাদ দেওয়া হচ্ছে। মেলার ইজারাদার বাতিল হওয়া আর মেলা বাতিল হওয়া এক জিনিস নয়।
নতুন কাউকে এখনো ইজারাদার নিয়োগ করা হয়েছে কি-না, এমন প্রশ্নে ইউএনও বলেন, হয় নতুন ইজারাদার আসবে, না হলে আমরা প্রশাসন মেলা পরিচালনা করবো। তাহলে বিষয়টি আরো ভালো হবে।
এর আগে, মেলাটি মুসলমান ও স্থানীয় ছাত্রদের বাঁধার কারণে বাতিল করা হয়েছে বলে কয়েকটি দেশীয় গণমাধ্যমের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে সে সব খবরের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার।
জানা গেছে, এর আগে ওই মেলার ইজারাদার আকবর হোসেনের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যম জানায়, স্থানীয় মুসলমান ও ছাত্রদের পক্ষ থেকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে মেলাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রহস্থ হবেন বলেও দাবি করেন আকবর।