৩০ ডিসেম্বরের মধ্যেই শেষ হবে স্কুলে ভর্তির সব কার্যক্রম
আগামী জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এরই মধ্যে ভর্তি নীতিমালা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। নীতিমালা অনুযায়ী, অনলাইনে ভর্তি আবেদন চলবে ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। ১২ ডিসেম্বর হবে সফটওয়ারের মধ্যেমে লটারি। ৩০ ডিসেম্বরের মধ্যে স্কুলের ভর্তি কার্যক্রম শেষ হবে। শ্রেণি বা শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘শূন্যপদের তালিকা আসা শুরু হয়েছে। উন্মুক্ত ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১২ তারিখ। নির্বাচিত ছাত্র-ছাত্রীরা আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে।’
ঢাকা মহানগর এলাকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ৫ হাজার টাকা নির্ধারণ হয়েছে। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়া যাবে। উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক বলেন, ‘আমরা মনিটরিং কার্যক্রম রেখেছি। কোথাও যদি অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়, তাহলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’
লটারীতে ভর্তিকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, ‘আমরা চাইব, বর্তমান অন্তর্বর্তীকালী সরকার এ বিষয়টা ভালোভাবে নজরদারি করবে। কোনো কারণে যেন কোনো বাচ্চা বৈষম্যর শিকার না হয়। বাচ্চারা যেন আশা ভঙ্গ না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত।’
২০২৫ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির সময় কোনো শিক্ষার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ৫ বছর। আর সর্বোচ্চ বয়স হতে পারবে ৭ বছর।