টাঙ্গাইলে সাদ গ্রুপের জেলা ইজতেমা ঘিরে উত্তেজনা

টাঙ্গাইলে সাদ গ্রুপের জেলা ইজতেমা ঘিরে উত্তেজনা

টাঙ্গাইল জেলা ইজতেমা বন্ধ করাকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে সাদ গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এদিকে, ইজতেমা ময়দান হতে রোববারের আগে কোনো ইজতেমা বন্ধ করা হবে না বলে সাদ গ্রুপের লোকজন ঘোষণা দিয়েছেন।

এর আগে, শুক্রবার ফজরের নামাজের পর টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর ঈদগাহ মাঠে ৩ দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু করেন তাবলিগ জামাতের সাদপন্থীরা।

সাদপন্থীদের নেতা মুফতি মোস্তফা খলিলের উদ্বোধনী বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমাতে ১২ জন ইন্দোনেশিয়াসহ ২ হাজারের বেশি মানুষ উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, সাদ গ্রুপের ইজতেমা বন্ধের জন্য জোবায়ের গ্রুপ শুরু থেকেই প্রশাসনকে চাপ দিচ্ছিলো। শুক্রবার জোবায়ের গ্রুপ কর্তৃক সাদ গ্রুপের ইজতেমা বন্ধ করার জন্য টাঙ্গাইল শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে প্রশাসনকে আল্টিমেটাম দেয়, অনথ্যায় তারা সাদ গ্রুপের ইজতেমা বন্ধের জন্য ইজতেমা অভিমুখে লংমার্চ করবে বলে ঘোষণা দেয়। এমতাবস্থায় সাদ গ্রুপ ও জোবায়ের গ্রুপের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সাদ গ্রুপের জেলা ইজতেমা বন্ধের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনের কর্মকর্তারা ইজতেমা মাঠে উপস্থিত হয়ে সাদপন্থী নেতাদের সঙ্গে আলাপ করে রাত সাড়ে ৭টার মধ্যে ইজতেমা বন্ধের নির্দেশ দেন।

পরবর্তীতে প্রশাসন পুনরায় রাত ৮টার দিকে এসে ইজতেমা বন্ধের বিষয়ে সাদ নেতাদের সঙ্গে কথা বলতে থাকে। এ সময় ইজতেমার স্বেচ্ছাসেবকরা উত্তেজিত হয়ে উঠেন এবং আল্লাহ আকবর ধ্বনিতে প্রশাসনের ওপর চড়াও হন। এ সময় প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে সেনাবাহিনীসহ প্রশাসন ইজতেমা হতে প্রায় ৫০০ গজ দূরে অবস্থান করছে। ইজতেমা ময়দান হতে রোববারের আগে ইজতেমা বন্ধ করা হবে না বলে সাদ গ্রুপের লোকজন ঘোষণা দেন।