মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার সাংবাদিক
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক নাঈমুর রহমান।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা ক্যামেরা, মোবাইল ও মানিব্যাগ ছিনতাইকারীরা নিয়ে যায়।
ভুক্তভোগী নাঈমুর রহমান জানিয়েছেন, অফিসের কাজ শেষে তিনি মোহাম্মদপুরের বসিলায় খালাতো ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে তিন রাস্তার দিকে যাওয়ার পথে হঠাৎ পাঁচ থেকে সাতজন যুবক তার পথ আটকায় এবং তাকে একটি গলির ভেতর নিয়ে গিয়ে মারধর করে। এরপর তারা তার কাছ থেকে নিকন ডি-৮৫০ মডেলের ক্যামেরা, স্যামসাং A13 মডেলের মোবাইল এবং মানিব্যাগ ছিনতাই করে। মানিব্যাগে টাকা ছাড়াও ব্যাংকের এটিএম কার্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
ঘটনার পর নাঈমুর রহমান মোহাম্মদপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার মৌখিক অভিযোগের ভিত্তিতে থানার ওসি ইফতেখার হাসান ঘটনাস্থলে একটি টিম পাঠান। সেখানে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও ছিনতাইয়ে জড়িত না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে আটককৃত এক ব্যক্তি ছিনতাইকারীদের সম্ভাব্য পরিচয় সম্পর্কে তথ্য দিয়েছে, যা তদন্তে সহায়ক হতে পারে বলে জানিয়েছে পুলিশ।