উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের আলোচনা হয়নি: শারমিন এস মুর্শিদ
সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, আমরা দেশ নিয়ে ভাবছি। অঞ্চলভিত্তিক ভাবনাগুলো আমাদের সংকুচিত করে দেয়। উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ নিয়ে কোনো আলোচনা হয়নি।
শনিবার রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত জুলাইয়ে নিহতদের পরিবারের মাঝে চেক প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শারমিন এস মুর্শিদ বলেন, আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা যদি করেন, তাহলে আপনারা নিজেদের ছোট করে ফেলবেন। দেশের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন উপদেষ্টা হিসেবে যুক্ত করা দরকার, তাদের যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।
চট্টগ্রাম বিভাগ থেকে অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কোনো বৈষম্য নয়। এভাবে দেখা বন্ধ করুন। এই এলাকায় যতখানি মেধা, শ্রম ও অর্থ দেবো, তা অন্য এলাকাতেও দেবো।
এর আগে শিল্পকলা একাডেমি হলরুমে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই-আগস্টে রংপুর বিভাগের সব শহিদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ।