৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমাবে পিএসসি

৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমাবে পিএসসি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সাথে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমাবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  বিকালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন আবেদনকারীরা। এর মধ্যে প্রশাসন ক্যাডারে শূন্য পদ ২০০, পুলিশ ক্যাডারে ১০০ ও কৃষি ক্যাডারে ১৬৮। এছাড়া নন-কাডার সার্ভিসে শূন্য পদের সংখ্যা ২০১টি।