বনশ্রীতে ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

বনশ্রীতে ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর বনশ্রীতে আবাসিক একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। 

শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, বনশ্রী ‘সি’ ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট পাঠানো হয়েছে। ৬তলা ঐ ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।