আল আকসা মসজিদের প্রধান ইমামের সুনামগঞ্জ সফর
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় রওজাতুল উলুম নারিকেলতলা ও ইছগাঁও মাদ্রাসা ময়দানে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
রোববার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখেন করেন ফিলিস্তিনের আল আকসা মসজিদের প্রধান ইমাম ও খতিব ড. শায়েখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসী। আল আকসা মুসলমানদের প্রথম কিবলা।
এছাড়া তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার হযরত আবু বকর সিদ্দিক রা.হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত ওয়াজ-মাহফিলে পাগলা বড় জামে মসজিদ প্রাঙ্গনে মাদ্রাসার হেফজখানার ছাত্রদেরকে পাগড়ি পরান ও মোনাজাত করেন।