পাটুরিয়া-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ

পাটুরিয়া-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাটের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে আরিচা-কাজিরহাট ও ভোর ৫টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়ার নৌপথ ঘন কুয়াশায় অস্পষ্ট হয়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন চৌধুরী।

তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই পদ্মা ও যমুনা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে নৌপথ অস্পষ্ট হয়ে যায়। সে কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।