মোহাম্মদপুর থেকে নিখোঁজ সেই সুবা অবশেষে উদ্ধার
রাজধানীতে মায়ের ক্যানসার চিকিৎসায় আসার পর মোহাম্মদপুরে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক তরুণকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, সুবা এক তরুণের সঙ্গে রাজধানী ছেড়ে নওগাঁ এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি এসএম জাকারিয়া।
তিনি বলেন, তাকে (সুবা) উদ্ধার করা হয়েছে। সেই মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সেই ছেলের মোবাইল নম্বর শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, সুবার সর্বশেষ অবস্থান ছিল নওগাঁ জেলায়। সেখানে এক ছেলের সঙ্গে চলে গিয়েছিল। মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা যাচ্ছে, সে এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে।
এর আগে এই ঘটনায় সুবার বাবা ইমরান রাজীব একটি সাধারণ ডায়েরি করেন। তার ডায়েরির পর সেই এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তাতে দেখা যায়, সেখানে এক ছেলের সাথে কথা বলছে সুবা।
আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবা। সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে। তার ফুপাতো ভাই রাস্তা পারাপারের সময় সে হারিয়ে যায়। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে। এরপর পুলিশ বিষয়টি জানতে পেরে জেলা পুূলিশের সহায়তা নেয়। জেলা পুলিশ ও ডিবি মিলে তাকে উদ্ধার করে।
বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য চার দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার বাবা-মা।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার ভাই একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। আর সুবা কৌশলে সেখান থেকে পালায়।