কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, কাঁপল ঢাকাও

কলকাতা-ওড়িশায় ভূমিকম্প, কাঁপল ঢাকাও

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে হালকা কাঁপুনি অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায়ও।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের সময় সকাল ৬টা ১০ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।

আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা ১০ নাগাদ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগর এবং ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন অঞ্চলে কম্পন অনূভূত হয়েছে। বাংলাদেশেও পশ্চিম প্রান্তের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে।

আনন্দবাজার জানায়, ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে সমুদ্রের পরিস্থিতি কী রয়েছে, তা নিয়েও সরকারি স্তরে কোনো তথ্য মেলেনি। গত সপ্তাহেই দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়া। মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীর ছিল ভূ- কম্পনের কেন্দ্রস্থল।

এর আগে গত মাসে তিব্বতে নেপাল সীমান্তের কাছে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১। ওই কম্পন টের পাওয়া গিয়েছিল শিলিগুড়ি, সিকিম এবং উত্তর ভারতের কিছু অঞ্চলেও।