মনিপুরের ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় মনিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। 

বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিট ২৯ সেকেন্ডে ভূকম্পনটি হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প সংঘটন বার্তায় বলা হয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ভূকম্পনটির উৎপত্তিস্থল। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।