আবেদন ছাড়াই রাজউকের প্লট পায় শেখ রেহানা পরিবার

বাঁ থেকে শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক

ব্রিটিশ এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিশেষ ক্ষমতা ব্যবহার ও প্রভাব বিস্তার করে আবেদন না করেই রাজউকের প্লট পেয়েছেন শেখ রেহানা, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

এ সংক্রান্ত মামলার চার্জশিট থেকে এ তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিক, তার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক রাজউকের প্রকল্পসমূহে প্লট বরাদ্দের জন্য নির্ধারিত ফরমে কোনো আবেদন করেননি। টিউলিপ সিদ্দিক বিশেষ ক্ষমতা ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন।

শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দুদকের পৃথক তিন মামলার চার্জশিটে এসব কথা উল্লেখ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তারা।

এই তিন মামলায় শেখ হাসিনা, শেখ রেহেনা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ৫৩ জনকে আসামি করা হয়েছে। চার্জশিটভুক্ত সকল আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি, হুলিয়া ও ক্রোকি  পরোয়ানা জারি করার জন্য আবেদন করা হয়েছে।

আগামী ১৩ এপ্রিল এ মামলাটির ধার্য তারিখ রয়েছে। ঢাকা মহানগর আদালতে এ চার্জশিট গ্রহণ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

শেখ রেহানার মামলার চার্জশিটে বলা হয়- আসামি শেখ রেহানা সিদ্দিক রাজউকের প্রকল্পসমূহে প্লট বরাদ্দের জন্য নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করেনি। তার কোনো আবেদন যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচাই শেষে প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়নি। যোগ্য তালিকায় তার নাম নেই। আবেদনকারীর আবেদন নির্ধারিত রেজিস্ট্রার বইতেও অন্তর্ভুক্ত করা হয়নি।

আসামি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যখন জানতে পারেন যে, তার খালা আসামি শেখ হাসিনা তার ক্ষমতা ব্যবহার করে তার নিজ নামে, তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় প্রত্যেকে ১০ কাঠা প্লট বরাদ্দ নিচ্ছেন; তখন তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্বপালনকালে একইসাথে তার মা রেহানা সিদ্দিক, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে একই প্রকল্পে প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণের জন্য তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন মর্মে জানা যায়। রেহানা সিদ্দিক প্রকল্পে প্লট বরাদ্দের জন্য রাজউক কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে ও নির্ধারিত ফরমে আবেদন করেননি। 

এক্ষেত্রে বিধিমালার বিধি-৪ ও বিধি-৫ এর বিধান লঙ্ঘন করে আসামি শেখ হাসিনা তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজে ও তার বোনের মেয়ে আসামি রেহানা সিদ্দিক উভয়ে লাভবান হওয়ার হীন উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেন।

আজমিনা সিদ্দিকের মামলার চার্জশিটে বলা হয়- আসামি আজমিনা সিদ্দিক রাজউকের প্রকল্পসমূহে প্লট বরাদ্দের জন্য রাজউক বরাবরে কোনো আবেদন করেনি। তিনি রাজউক আবেদন ফর্মে আবেদন করেনি। তার কোনো আবেদন যাচাই বাছাই কমিটি কর্তৃক যাচাই অন্তে প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হয়নি। আবেদনকারীর আবেদন নির্ধারিত রেজিস্ট্রার বইতেও অন্তর্ভুক্ত করা হয়নি।

রাদওয়ান মুজিব সিদ্দিকের মামলার চার্জশিটে বলা হয়- আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক রাজউকের প্রকল্পসমূহে প্লট বরাদ্দের জন্য রাজউক বরাবরে কোনো আবেদন করেননি। আসামি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তার বিশেষ ক্ষমতাবলে তার প্রত্যক্ষ সহযোগিতায় আসামি শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেন।

শেখ হাসিনার মাধ্যমে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার হীন উদ্দেশ্যে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে বরাদ্দ নিয়ে ও বরাদ্দ করিয়ে তা আসামি রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে রেজিস্ট্রিভুক্তপূর্বক সরকারি জমি আত্মসাৎ করতে সহায়তা করেছেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট নেওয়ার  অভিযোগে শেখ রেহানার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করা হয়। 

মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্ত প্রাপ্তে আরো দুই আসামিসহ শেখ রেহেনা-শেখ হাসিনা-টিউলিপ রিজওয়ানা সিদ্দিসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা  প্লট নেওয়ার অভিযোগে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্ত প্রাপ্তে আরো দুই আসামিসহ আজমিনা সিদ্দিক-শেখ হাসিনা-টিউলিপ রিজওয়ানা সিদ্দিসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ।

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা  প্লট নেওয়ার  অভিযোগে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে করা মামলায় টিউলিপ রিজওয়ানা ও শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্ত প্রাপ্তে আরো দুই আসামিসহ রাদওয়ান মুজিব সিদ্দিক-শেখ হাসিনা-টিউলিপ রিজওয়ানা সিদ্দিসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বাসসকে বলেন, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৬০ কাঠা প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে পৃথক ছয়টি মামলায় শেখ হাসিনা-শেখ রেহেনার পরিবারের সদস্য ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। এসব মামলায় শেখ হাসিনা-শেখ রেহেনার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। আইনানুযায়ী পলাতক থাকা আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আদালত। এরপরও আসামিরা পলাতক থাকলে গেজেট প্রকাশ করে বিচার শুরু করবে আদালত।