হেফাজতের আলটিমেটাম : কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরায় বদলি

ফাইল ছবি

হেফাজতে ইসলামের ‘৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের’ আলটিমেটাম দেওয়ার পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে।

আজ সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানা গেছে।

নাদিরা ইয়াসমিন নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তাঁর একটি সংগঠন রয়েছে। এ ছাড়া ‘নারী অঙ্গন’ নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদক তিনি। সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম।

বদলির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিন। তিনি বলেন, ‘সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত হিসেবে আমাকে বদলি করা হয়েছে, শূন্য পদের বিপরীতে নয়। জামায়াত-শিবিরের আস্তানা বলে পরিচিত সাতক্ষীরায় বদলি না করে ঢাকা বা অন্য কোনো জেলার কলেজে বদলি করা যেত। নরসিংদীতে হেফাজতের ব্যানারে আমার বিরুদ্ধে অপপ্রচার-আন্দোলন হলেও যেসব দল ছদ্মবেশে এসব কাজে নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে জামায়াত-শিবির অন্যতম প্রধান। আমাকে সাতক্ষীরায় বদলির পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে।’

এর আগে ম্যাগাজিনে ‘বিতর্কিত’ লেখা ছাপানোর অভিযোগে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে গতকাল রোববার দুপুরে নরসিংদী সরকারি কলেজসংলগ্ন শিক্ষা চত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন জেলা হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সংগঠনের নেতারা তাঁদের বক্তব্যে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ‘কোরআন ও ইসলাম অবমাননা’র অভিযোগ তুলে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়।