রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিস।

শনিবার  (১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার (২৪ মে) একই স্থানে আগুন লেগেছিল।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন জানান, এক ঘণ্টার মধ্যে স্থানীয়দের ও উখিয়া ফায়ার সার্ভিস দলের সহায়তায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এখন অনেকটা আশঙ্কামুক্ত।

পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করবে। আগুন পুরোটা নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।