বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি

ঢাকাসহ দেশের অনেক জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সোমবারও (৩ জুন) এই অবস্থা বিরাজ করতে পারে। তবে মঙ্গলবার বৃষ্টিতে মিলতে পারে স্বস্তি।

ঘূর্ণিঝড় রেমালের পর তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ে ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তরের রবিবারের তথ্য মতে ঢাকাসহ ১৬ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। যা একদিন পর কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

সংবাদমাধ্যমকে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘বর্ষা এলেও যেহেতু বৃষ্টি হচ্ছে না, তাই তাপমাত্রা বেড়েছে। বৃষ্টির সম্ভাবনা কম থাকায় সোমবারও একইরকম তাপমাত্রা থাকতে পারে। তবে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেই কমে আসবে তাপমাত্রা।’

রবিবার ঢাকায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঈশ্বরদী, সিলেট ও সিরাজগঞ্জের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।