চট্টগ্রামে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. আরিফ (১৫) নামে দশম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব নামে একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ জুন) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকার জাকির হোসেনের ছেলে মো. আরিফ। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
আটক সাকিব একই এলাকার মো. রফিকের ছেলে।
জাকির হোসেন বলেন, বিকেলে স্কুল ছুটির পর বাড়ির পাশে খেলতে গিয়েছিল আরিফ। সেখানে খেলার সময় প্রতিবেশী সাকিবুল ইসলামের সঙ্গে ঝগড়া হয়। এনিয়ে সাকিবসহ কয়েকজনে মিলে আরিফকে মেরে রাস্তার ধারে ফেলে রাখে। স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে চমেক হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, খেলার সময় দুই বন্ধু সাকিব ও আরিফের মধ্যে ঝগড়া হয়েছিল। এনিয়ে সাকিব, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফ মারা গেছে। এঘটনায় পুলিশ সাকিবকে আটক করেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।