নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক কারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (৩ জুন) ভোর ৫টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ভালুখাইয়া বিওপির এলাকার গর্জনিয়ার মরিচ্যাচর রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, অভিযান চালিয়ে ৯৮ কার্টুন বার্মিজ সিগারেট ও ২০ হাজার ইয়াবা পিস জব্দ করেছে বিজিবি। এসময় নিজাম ডাকাতের নেতৃত্বে  দেড়শ’ থেকে ২০০ জন মাদককারবারি বিজিবি টহল দলের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

চোরাকারবারীরা গুলি ছুঁড়লে আত্মরক্ষার জন্য বিজিবি পাল্টা গুলি ছোঁড়ে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি ও মাদককারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ সময় ইয়াবা ও বার্মিজ সিগারেট জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।