যশোরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, ‘নির্যাতনে হত্যা’ বলছে পরিবার

আফরোজা বেগম

যশোরের অভয়নগরে পুলিশের হেফাজতে আফরোজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২ জুন) সকাল বেলা ১১টার দিকে অভয়নগর থেকে যশোর জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

আফরোজা বেগম যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া মহাশ্মশান নর্থ বেঙ্গল রোডের জলিল মোল্লার স্ত্রী।

স্বজনরা বলছেন, মিথ্যা অভিযোগে আটকের পর আফরোজাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি, মাদকসহ আটক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আফরোজা বেগমের ছেলে মুন্না মোল্লা ও স্বামী জানান, অভয়নগর থানার এএসআই সিলন আলি, এএসআই শামসুল হক শনিবার দিবাগত রাত ১টার দিকে আফরোজাকে থানায় নিয়ে যায়।

তারা আরও অভিযোগ করে বলেন, পুলিশ তাদের ঘরে থাকা ইজিবাইক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে এবং আরও ২ লাখ টাকা ঘুষের দাবিতে নির্যাতন করে আফরোজাকে হত্যা করেছে। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ বলেন, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, পুলিশ তাকে চিকিৎসা সেবা দিয়েছিল ও তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছিল।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আফরোজা বেগমকে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) ১০ (ক) ধারায় একটি মামলা করা হয়।