চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ভোট চলছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা।

নির্বাচন কর্মকর্তারা জানান, এসব উপজেলার সাড়ে সাত হাজার কেন্দ্রে বুধবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দুর্গম এলাকার ১৯৭ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে মঙ্গলবারই। বাকি ৪ হাজার ৯৪৭ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয় বুধবার সকালে ভোট শুরুর আগে।

এ ধাপে তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইসি এই ধাপে সাত জনের প্রার্থিতা বাতিল করলেও আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন পাঁচ জন।

চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবার উপজেলা ভোটে প্রতিদ্বন্দ্বিতা গড়ার চেষ্টায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে কাউকে দলীয় প্রতীক না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছিল। তবে বিএনপি ও সমমনারা জাতীয় নির্বাচনের মত এই নির্বাচনেও আসেনি। দলটির যেসব প্রার্থী ভোটে এসেছেন, তারাও কাগজে কলম স্বতন্ত্র প্রার্থী। তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।