অপরাধীদের কাছে নাগরিকের  ব্যক্তিগত তথ্য বিক্রি করেছেন ২ পুলিশ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের দুই সিনিয়র কর্মকর্তা নাগরিকদের গোপন ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে টেলিগ্রামে অপরাধীদের কাছে বিক্রি করেছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট টেকক্রাঞ্চ তাদের প্রতিবেদনে এমনটা জানিয়েছে।

কথিতভাবে বিক্রি হওয়া তথ্যে নাগরিকদের জাতীয় পরিচয় পত্রের বিবরণ, ফোন কল রেকর্ড এবং অন্যান্য গোপনীয় তথ্য রয়েছে।

মূলত একটি চিঠির সূত্র থেকে টেকক্রাঞ্চ বিষয়টি জানতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে সম্বোধন করে লেখা চিঠিতে দুই পুলিশের বিরুদ্ধে অর্থের বিনিময়ে টেলিগ্রামে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রির অভিযোগ করা হয়েছে।

২৮ এপ্রিল এনটিএমসি-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের চিঠিটি লিখেছেন।

চিঠির বিষয়টি টেকক্রাঞ্চকে নিশ্চিত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকের। তিনি বলেছেন, ‘ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উভয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।’

চিঠিতে কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন পুলিশ সুপার হিসেবে এন্টি টেররিজম ইউনিটে কর্মরত। অন্যজন সহকারী পুলিশ সুপার, যিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) রয়েছেন। টেকক্রাঞ্চ অভিযুক্তদের নাম উল্লেখ করেনি।