‘মাছ ধরতে গেলে আগে টোপ দিতে হবে’

বাজেটে কালো টাকা বৈধ করার প্রস্তাবে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে কালো টাকা বৈধ করতে হবে।

তিনি আরও বলেন, ‘নামমাত্র পরিমাণ অর্থ (ট্যাক্স) দিয়ে প্রথমে যথাযথ জায়গায় (ব্যাংকিং চ্যানেলে) টাকা আসতে দিতে হবে এবং তারপর নিয়মিত কর দিতে হবে। মাছ ধরতে গেলে আগে টোপ দিতে হবে।’

শুক্রবার (৭ জুন) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালো টাকা সাদা করার সুযোগ সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকে কালো টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যুক্তি দিয়েছেন যে এটি আইনি করদাতাদের নিরুৎসাহিত করবে।

তিনি বলেন, এটা ঠিক নয়, বরং আসল কথা হলো সবকিছুর দাম বেড়েছে এবং এক কাঠা জমির মালিক কোটিপতি। কিন্তু কেউই সরকারি দামে জমি বিক্রি করে না বরং বেশি দামে বিক্রি করছে। তাই জমি বিক্রি করে পাওয়া বাড়তি টাকা ব্যাংকে রাখে না।