ঢাকায় জাল নোট তৈরির কারখানার সন্ধান

প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় জাল নোট তৈরির কারখানার সন্ধান মিলেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখান থেকে দেড় কোটি জাল নোট উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে জাকির নামে একজনকে আটক করা হয়। ওই ব্যক্তি জাল নোট তৈরি চক্রের হোতা বলে জানিয়েছে পুলিশ।
 
শনিবার (৮ জুন) সকালে ডিবি লালবাগ বিভাগের অভিযানে জাকিরকে আটক করা হয়েছে।

পুলিশ বলছে, জাকির এর আগেও দু’বার গ্রেপ্তার হয়েছিল। এসব জাল নোট ঈদের বাজারে ছড়িয়ে দিতে চেয়েছিল জাকির।