স্থগিত ১৯ উপজেলায় ভোট চলছে

ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯ উপজেলায় ভোট স্থগিত করা হয়েছিল। আজ রবিবার স্থগিত সেই উপজেলাগুলোতে জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটাররা।

এ উপজেলাগুলোতে তৃতীয় ধাপে ২৯ মে ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে তখন নির্বাচন স্থগিত করেছিল কমিশন।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, এসব উপজেলার এক হাজার ১৮১ কেন্দ্রে রোববার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

১৯ উপজেলার মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। বাকিগুলোতে ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে।

এসব উপজেলায় ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন রয়েছেন। ভোটার রয়েছেন ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন।