৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ মৃত্যু

প্রতীকী ছবি

দেশের ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে মাদারীপুরে পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় মারা গেছেন দুজন। রবিবার (৯ জুন) সকালে শিবচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপের পেছনে ধাক্কা দেয় চিনিবোঝাই একটি ট্রাক। এ সময় ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক ও ট্রাক চালক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনার সাতক্ষীরা সড়কের মেছাগোনা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে নেছারাবাদ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার জগন্নাথকাঠি গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম ছেলে মো. সাকিল (২৬) ও ফজলুল করিমের ছেলে মো. সাইফুল (৩৭)।

এছাড়া, গাজীপুর ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৩ জন।