বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

সীমান্তে টহলরহত বিএসএফ। ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন নামে বাংলাদেশি এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার ২০৬৫ (৮এস) নম্বরের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৫০) বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী মিরপুর গ্রামের আনোয়ার হোসেন ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার নিহত হন। তার মরদেহ সীমান্তে পড়ে আছে বলে শুনেছি।

৬০ বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার জানান, আজ সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে খারেরা বিওপি হতে ১৫০ ব্যাটালিয়ন বিএসএফ কলমছড়া (বি কোং) ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।