রাজধানীর ২২ জায়গায় বসছে কোরবানির পশুর হাট

রাজধানীর ২২ জায়গায় বসছে কোরবানির পশুর হাট

আর কয়েকদিন পরই কোরবানির ঈদ। রাজধানীবাসীর সুবিধার কথা চিন্তা করে এবার ঢাকার ২২ জায়গায় কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে দুই সিটি কর্পোরেশন।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বসতে যাচ্ছে ৯টি অস্থায়ী হাট। এছাড়া থাকবে গাবতলীর স্থায়ী হাট। 

আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় বসবে ১১টি অস্থায়ী হাট। এছাড়া থাকছে সারুলিয়া স্থায়ী পশুর হাট। তবে আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে এবার হাট বসছে না। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অস্থায়ী ৯টি হাট হলো-

১. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খোলা জায়গা।

২. ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া ব্যাপারিপাড়া রহমান নগর আবাসিক প্রকল্প এলাকা।

৩. খিলক্ষেতের ৪৩ নম্বর ওয়ার্ডের মাস্তুল চেকপোস্ট।

৪. ভাটারার সুতিভোলা খালের কাছের খোলা জায়গা।

৫.উত্তরার ১৬ ও ১৮ নম্বর সেক্টরের কাওলা শিয়ালডাঙ্গা।

৬. বউবাজার এলাকা।

৭. বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন।

৮. মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং ওপেন স্পেস)।

৯. মোহাম্মদপুরের বসিলায় ৪০ ফুট রাস্তার পাশের খোলা জায়গায়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অস্থায়ী ১১টি হাট হলো-

১. বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক ই, এফ, জি, এইচ এবং সেকশন ১ ও ২-এর নিকটবর্তী খোলা জায়গা

২. যাত্রাবাড়ী দনিয়া কলেজ।

৩. ধোলাইখাল ট্রাক টার্মিনাল।

৪. আমুলিয়া মডেল টাউন।

৫. মেরাদিয়া বাজার এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন স্থান।

৬. রহমতগঞ্জ ক্লাব।

৭. শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড।

৮. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার।

৯. ইনস্টিটিউট লেদার টেকনোলজি কলেজ।

১০. পোস্তগোলার খোলা মাঠ।

১১. বিশ্ব রোডের কাছে লিটল ফ্রেন্ডস ক্লাবের পাশে।