ট্যুরিজম খাতে ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রতীকী ছবি

সদ্য প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ট্যুরিজম খাতে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্যুর অপারেটর এসোসিয়েশন বাংলাদেশ (টোয়াব)। 

মঙ্গলবার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানোনো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, ভ্যাট আরোপ বাস্তবায়িত হলে ট্যুরিজম খাত ক্ষতিগ্রস্ত হবে। ট্যুরিস্টরা খাবার যোগাযোগ ও বাসস্থান সেবার জন্য ভ্যাট দিয়ে থাকেন। আবার অপারেটরা আলাদা করে ভ্যাট দিলে ভ্রমন প্যাকেজে প্রভাব পড়বে।

প্রায় ৪০ লাখ মানুষ প্রত্যক্ষভাবে ট্যুরিজম খাতের সঙ্গে জড়িত। সম্ভাবনাময় এই খাতে বিদ্যমান মুসক অব্যাহতি সুবিধা বহাল রাখার দাবি জানান টোয়াব নেতারা।