রাফসান দ্য ছোটভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‘ব্লু’ নামে একটি অননুমোদিত এনার্জি ড্রিংক বাজারজাত করার অভিযোগে ইউটিউবার ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইফতেখার রাফসান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

এর আগে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন ‘ব্লু’ ড্রিংকসকে অনুমোদনহীন বলে আদালতে আবেদন করেন। তিনি উল্লেখ করেন, ব্লুর ওষুধ অথবা ভোগ্যপণ্য হিসেবে শ্রেণিবদ্ধ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) কোনো অনুমোদন নেই।

গত ২৪ এপ্রিল কুমিল্লায় রাফসানের ‘ব্লু’ ড্রিংকস তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমোদনবিহীন পাউডার ও রেডি টু ড্রিংক আকারে ইলেক্ট্রোলাইট ড্রিংকস উৎপাদন ও বাজারজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে, ২০২৩ সালের ৭ ডিসেম্বর ইলেক্ট্রোলাইট পানীয় ‘ব্লু’ বাজারে আনার ঘোষণা দেন রাফসান। প্রাথমিকভাবে তিনি লিচু ও তরমুজ এই দুই ফ্লেভারে দেশের বিভিন্ন স্থানে এই পানীয় বাজারজাত শুরু করেন।