আগাম বন্যা থেকে রক্ষায় সুরমায় ড্রেজিং করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সিলেটকে আগাম বন্যার কবল থেকে রক্ষা করতে সুরমা নদীতে ড্রেজিং করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এজন্য দেশের ৯টি স্থানে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২০ জুন) সিলেট নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনকালে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, নদীতে পলিমাটি জমার কারণে এর আগেও ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। উজান থেকে আসা পানির সঙ্গে পলিমাটিও আসে। পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রকৌশলীদের সঙ্গে আলাপ করে দ্রুত সুরমা নদী ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়া হবে। 

একইসঙ্গে নদী ভাঙন, পলি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে বলেও জানান তিনি। 

প্রতিমন্ত্রী আরও বলেন, কিশোরগঞ্জের মিঠামইন সড়ক দিয়ে পানি পারাপারের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।