খুলনায় বজ্রপাতে শিশুসহ ৪ জনের মৃত্যু

খুলনায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২০ বিকালে) খুলনার পাইকগাছার ডেউবুনিয়ায়, কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামে এবং বটিয়াঘাটা উপজেলার খারাবাদ এলাকার কড়িয়া গ্রামে এসব হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনায়েত আলী ও মাটিয়াডাঙ্গা গ্রামের আল আমিনের ছেলে নাজমুল (৮)। এসময় গুরুতর আহত হন নাজমুলের নানা মুছা গাজী। পাইকগাছায় বজ্রপাতে নিহত শ্রীকান্ত মন্ডল দেলুটি ইউনিয়নের পতিত মন্ডলের ছেলে। আর বটিয়াঘাটায় নিহত ১৭ বছর বয়সী আল মামুন স্থানীয় মনি চৌকিদারের ছেলে।

পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিপন কুমার মণ্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রীকান্ত মাছের ঘেরের কর্মচারী ছিল। বিকালে বৃষ্টিপাতের সময় ঘেরের একটি ঝুপড়ি ঘরে অবস্থান করছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলের সে মারা যায়। তার লাশ বাড়িতে আনা হয়েছে।