বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

বরগুনার আমতলীতে বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই মাইক্রোবাসে কনে বাড়ির যাত্রী ছিল ১৬ জন।

শনিবার (২২ জুন) দুপুরে আমতলী উপজেলার ৫ নম্বর চওয়া ইউনিয়ন এবং ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ৯টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মাইক্রোবাসটি এখনও পানির নিচে।

আমতলী ও তালতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৪ জন নিখোঁজ রয়েছে। এছাড়া আহত ৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের খোঁজে পেতে অভিযান অব্যহত আছে।