খালেদা জিয়া উন্নত চিকিৎসা পাচ্ছেন না, এমন অভিযোগ হাস্যকর: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশে উন্নত চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করছেন।

সোমবার (২৪ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার কয়েকটা অসুখ, যেগুলো সেরে ওঠার মতো নয়। বরং যেগুলো চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে।’

আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। তিনি যে হাসপাতালে আছেন এবং চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন।’

রবিবার বিকাল ৪টার দিকে তার পেসমেকার লাগানো হয়েছে ও তিনি এখন সুস্থ আছেন বলে জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের ভারসাম্য সঠিক আছে কিনা, সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য নেই বলেই তারা এসব কথা বলছেন।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমার প্রতি তারা যদি সংবাদ সম্মেলন করে রাগ প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্তু তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না এই আশা করব।’