নারায়ণগঞ্জে তেলবাহী ট্রলারে আগুন, বিস্ফোরণের বিকট শব্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তেলের ড্রামগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। 

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টায় মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন।

এ সময় সবগুলো তেলের ড্রামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানা ও আশেপাশের এলাকা কেঁপে ওঠে। মানুষ আতঙ্কিত হয় ওঠেন।

মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, এই ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিল।

ডিপো সংশ্লিষ্টরা জানান, ট্রলারের ভেতরে ৪ জন ছিল। তারা ভেতরে রান্না করছিল। সেখান থেকে এ ঘটনা ঘটেতে পারে। এরমধ্যে একজন পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছেন।

জানা যায়, ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।

ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল। ড্রামবাহী ট্রলারে ৪ জন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি। সেখান থেকে এ ঘটনা ঘটতে পারে। একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, বাকি তিনজনের ব্যাপারে এখনো জানি না।