সাদিক অ্যাগ্রো উচ্ছেদ করবে ডিএনসিসি

ছাগলকাণ্ডের জন্য আলোচিত ঢাকার মোহাম্মদপুর এলাকার ‘সাদিক অ্যাগ্রো ফার্ম’ উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে আছে।

অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে দেওয়া এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে। আজ বুধবার প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠি ডিএমপিকে দেওয়া হয়।

সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদিপশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন।

সাদিক অ্যাগ্রো থেকে কোটি টাকা দিয়ে একটি কোরবানির গরু কিনেছিলেন মেয়র আতিকের ভাতিজা সাকের। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর আসার পরদিনই সাদিক অ্যাগ্রো উচ্ছেদের সিদ্ধান্ত নিল ঢাকা উত্তর সিটি করপোরেশন।