বিদ্যুৎ স্বাভাবিক হতে ৩-৪ দিন, গ্যাস জুলাইয়ের মাঝামাঝিতে: নসরুল হামিদ

নসরুল হামিদ/ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। আর জুলাইয়ের মাঝামাঝিতে গ্যাস সরবরাহও স্বাভাবিক হয়ে আসবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল করতে চলমান প্রচেষ্টার বিষয়ে জনগণকে আশ্বস্ত করে নসরুল হামিদ বলেন, ‘আমরা এখন সর্বোচ্চ চেষ্টা করছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ১৫-১৬ জুলাইয়ের মধ্যে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সরবরাহের উন্নতি এরইমধ্যে দেখা যাচ্ছে। আদানির পক্ষ থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পায়রা বিদ্যুৎকেন্দ্রও আবার চালু হয়েছে।’

সেপ্টেম্বরে সম্ভাব্য বন্যার ক্ষতি কমাতে প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রতিমন্ত্রী। এই ক্ষতি কমিয়ে আনতে কাজ চলছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ৭০০ নদীর দেশ। সাম্প্রতিক ঝড় ও বন্যায় সিলেট অঞ্চলের ৩০ হাজার বিদ্যুতের খুঁটি ধ্বংস হয়েছে এবং সব সাবস্টেশন ডুবে গেছে।’

গ্যাসের চাপ কম থাকার বিষয়ে জানতে চাইলে হামিদ বলেন, ‘ঝড়ের কারণে আমাদের একটি ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ থেকে ১৫ জুলাই টার্মিনালে আবার গ্যাস সরবরাহ শুরু হলে গ্যাস সমস্যার সমাধান হবে।’

বিদ্যুতের মূল্য বাড়ার বিষয়টি তুলে ধরে নসরুল হামিদ বলেন, ‘আইএমএফ বছরে চারবার বিদ্যুতের দাম বাড়ানোর শর্ত দিয়েছে। এ কারণে দুইবার দাম বাড়ানো হয়েছে। এটি নিয়মিত প্রক্রিয়া। সরকার চাইলে আমরা দাম বাড়ানোর উদ্যোগ নেব।’ তবে এখনই গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

আগামী ৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত চীন সফরকে সামনে রেখে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনার পরিকল্পনার কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী।

মহেশখালী থেকে গ্রিডের সমান্তরালে ৮টি পাইপলাইন সংযুক্ত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘সম্ভাব্য এক বিলিয়ন ডলারের বিনিয়োগ ও চুক্তি আশা করা হচ্ছে। মূলত বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ প্রকল্পগুলোর জন্য এই চুক্তিগুলো করা হবে।’

২০২৭ সালের মধ্যে গ্যাস সংকট সমাধান, আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা এবং স্থল ও অগভীর সমুদ্র এলাকায় নতুন কূপ খননের উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন নসরুল হামিদ।