আস্থাহীনতায় উপজেলা নির্বাচনে বিমুখতা: সুজন

প্রতীকী ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের কেন্দ্র বিমুখতার মূল কারণ নির্বাচন ব্যবস্থার ওপর আস্থাহীনতা, এ কারণেই বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি।

উপজেলা চেয়ারম্যানদের তথ্য বিশ্লেষণ ও নির্বাচনের মূল্যায়ন নিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মতামত তুলে ধরে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘উপজেলা নির্বাচনে প্রার্থিতা উন্মুক্ত করে দিলে প্রার্থী ও ভোটার সংখ্যা বাড়বে, এমন কৌশল নিয়েছিল আওয়ামী লীগ। তবে এতে খুব বেশি প্রভাব পড়েনি।’

তিনি জানান, কিছু কিছু জায়গায় ভোটার বাড়লেও সামগ্রিকভাবে ভোটকেন্দ্র বিমুখ ছিল ভোটাররা। যে ধারায় নির্বাচন চলছে, তা আদৌ নির্বাচন কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। এগুলো বড়জোর নিয়ম রক্ষার নির্বাচন।